বঁধুয়ার নীরবতা
---কনিকা সরকার

সৃজন করিয়া চিত্তেরও ব্যাকুলতা
বঁধুয়া রহিল নীরবে কোথা
জানি না কোন সে হেতু
তাহার হৃদয় নিয়াছে
মনহারিতার পিছু।

ভাদ্রের অম্বর ঘিরিয়া
খানিক জলদ আসে যে ঘনিয়া,
খানিক বিচলিত হইয়া
তাহা দেখিয়া হিয়া।

অজানা অজুহাতে
তাহার হৃদয় গিয়াছে
আলেয়াতে মিশিয়া,
নেত্র যুগল চমকিত হইয়াছে
স্ফুলিঙ্গ দেখিয়া।

এমনও কাল নাহি
যাইতে চাহে,
সদায় ক্লেশ
মন শুধু পায়ে।

আঁখি পাতে বরষণও নামে
হৃদয়ালয়ে আধিয়ার ধেয়ে শুধু আসে।
কি জানি কি হয়
মনেতে সদায় ভয়............

01/09/2017