বায়না
---কনিকা সরকার
দুচোখ আমার স্বপ্নে ভিবোর মনকে দিয়ে যন্ত্রণা,
মন তবুও স্বপ্ন আঁকতে ধরে কেবল বায়না।
মন তার কত বায়না, ছুটতে চায় মুক্ত বিহঙ্গের দলে,
জীবনের যত আছে ক্লান্তি ক্লেশ সব কিছু পেছনে ফেলে।
মনকে বলি আমি করিস না তো ছল,
জীবনটা নয় তো কোন ফুটন্ত শতদল।
পাষান সম কঠিন সে যে নিয়ে হাসি কান্না,
চলার পথ বড্ড বাঁকা সরল সে তো হয় না।
বিষাদ তার সঙ্গী বড় ছেড়ে তো যায় না,
তবুও তার কাছে আছে কত শত বায়না।
আশার ভেলায় ভাসবে তরী এই হলো কল্পনা,
কেন যে মন তবুও আঁকে ছন্দ ছাড়া আলপনা।
রচনাকাল-০৭/০১/২০২০