মাঠেতে যেই গড়িয়েছে বিশ্বকাপের বল
বাঙালির ঘরে ঘরে ফুটে উঠেছে যেন খুশির শতদল।
খেলার মাঠেতে দলে দলে হবে হাড্ডাহাড্ডি লড়াই
বাঙালিরা তাদের নিয়ে করছে কত বড়াই।
অলি-গলি পথ-ঘাট ভাসছে যেন খুশির হাওয়াতে
বাঙালির বাড়ি-গাড়ি সেজেছে প্রিয় দলের পতাকার সাজতে।
প্রিয় দলের নাম বোঝাতে তারা গায়ে জড়ায় জার্সি
কত বিজ্ঞাপন দিচ্ছে দেখ কোকাকোলা, সেভেন আপ আর আরসি।
টিভি ফোন বিক্রয়ে দিচ্ছে কতশত অফার
বলে টিভি কিনলেই এবার পাচ্ছেন দারুণ উপহার ।
ফেসবুকের প্রোফাইলে, টি-শার্টের গায়েতে আঁকে প্রিয় দল আর খেলোয়াড়ের ছবি
বাঙালির এ নাকি হলো চিরন্তন হবি।
পাড়া-মহল্লা , হাট-বাজার আরও চায়ের দোকান
বিশ্বকাপ ফুটবল আনন্দ এনেছে যেন খুশির বান।
অতি খুশি হয়ে তারা করছে মাতামাতি
খুশির পাট চুকিয়ে আবার মিথ্যে মোহে বিভোর হয়ে করছে হাতাহাতি।
কেউ বা দিচ্ছে ক্ষেপে অন্য দলকে গালি
মজা পেয়ে অনেকে তাই দিচ্ছে হাতে তালি।
আজব এক দেশ আমাদের তবুও আছি বেশ
কানের জায়গায় কান থাকলেও ছুটি চিলের দেশ।
আমি বসে আঁকছি চোখের কোণে স্বপ্নের আবেশ
একদিন খেলবে বিশ্বকাপ ফুটবল আমার প্রিয় স্বদেশ ।