বন্ধু তুই আর আমি ছিলাম কি রে ভিন্ন
কেন তবে করলি আমায় তোর থেকে ছিন্ন।
এখন আমি বেচে আছি তোর কাছে মানুষ হয়ে অন্য
জীবনের শত স্বপ্ন গড়েছিলাম শুধু তোর জন্য।
কেন বন্ধু করলি আমায় তোর থেকে ছিন্ন।
তোর খেলার বাজির পুতুল করেছিলি আমায়
বোকা আমি সে খেলাতো বুঝিনিরে হায়।
আপন করে কাছে নিয়ে আবার করছি পর
বন্ধু ভেঙ্গে দিলি নিজে হাতে আমার স্বপ্নের সাজানো ঘর।
কি দোষ ছিল আমার প্রেমে করলি ছলনা
তবু তোকে আজো কেন মন ভুলে না।
01/11/2018