দিন ফুরায়
আলো ফিরে যায় প্রতিদিনের মতো
অন্ধকার থেকে অন্ধকারের গহ্বরে
ধরিত্রীর বুকে নেমে আসে
এক নিষ্ঠুর অসিত বর্ণের
ঘোর অমবস্যা সম কলঙ্কিত যামিনী।
সেই রাত
যে রাতের নিষ্ঠুরতার কথা বাঙালি ভুলবে না
ভুলতে পারে না।
যে রাত
ছিনিয়ে নিয়েছে
কোটি কোটি বাঙালির প্রাণের মানুষটাকে
বাঙালির প্রাণের অধিক প্রিয় নেতাকে
বাঙালির ঘরের রত্নকে, চক্ষু মনিকে।
শত্রুর বুলেট
সে রাতে শুধু আঘাত করেনি
বাঙালির প্রাণের অধিক প্রিয় প্রাণটিকে
রক্ত ঝড়েনি শুধু জাতির পিতার বক্ষ ক্ষত-বিক্ষত হয়ে
বাকরুদ্ধ কোটি কোটি প্রাণের
বুক ফেটে তীব্র আর্তনাদে
প্রবাহিত হয়েছিল এক শোনিতের স্রোতসিনী
যা আজো তাকে হারানোর বেদনায় প্রবাহমান।
আর এসেছিল যে প্রভাত
তা ছিল নিস্তব্দ
করেছিল কোটি প্রাণকে স্তম্বিত, অসাড়, নিষ্পলক, হতবাক
ক্ষমা করো তুমি
পারিনি তোমায় রক্ষা করতে।
15ই আগস্ট
বয়ে আনে হে বীর তোমাকে
হারানোর শত যন্ত্রণা
এ বাঙালি পারেনা অশ্রু শুকাতে
তোমায় স্মরণে।
সেই রাত
কলঙ্ক লেপে দিয়ে গিয়েছে
বাঙালির ললাট ভূমিতে
নিয়ে গেছে কেড়ে
প্রাণের ভোমরকে।
শ্রাবণের আকাশ
তার থেকেও অধিক জল
এ বাঙালির নয়ন জুড়ে
তোমাকে হারিয়ে।
ক্ষমা করো তুমি হে মহান মানব
এ অকৃতজ্ঞ, বাঙালিকে
যাদের রক্ষা করেছো তুমি শত্রুর হাত থেকে বারংবার
দিয়ে গেছো নিজ হাতে গড়ে এক শান্তির নীড়
বাংলাদেশ দিয়েছো যার নাম।
12/08/2018