আজি আষাঢ়ও আকাশে আমি যে আমাকে হারায়েছি আমাতে
তুমি খোঁজিয়া নিও যদি গো মন চাহে আমাকে দেখিতে।
আমি যে আমাকে ভাসিয়া দিয়াছি আষাঢ়ও মেঘের ভেলাতে
বৃষ্টি হইয়া হয় তো যাব তোমার উঠোন কোণেতে।
তুমি জানলা দিয়া অপলক দৃষ্টিতে
উঠোন কোণে কদম শাখায়
কদম ধোয়া জলের ফোটায়
খোঁজিয়া নিও আমাকে
আমি যে আজি হারায়েছি আমাকে।
অলস সময় যাইবে কাটিয়া
বিরক্তি ভরা আখি উঠিবে পুলকে ফুটিয়া
যখন দেখিবে উঠোন কোণেতে
ফুটিয়া থাকা ঘাস ফুল গুলি সতেজ হইয়াছে
বৃষ্টি জলে স্নান করিয়া
ইচ্ছে হইলে নিও গো তখন আমাকে খুঁজিয়া।