খেলার পুতুল নয় তো আমি
তোমাদের মতোই রক্ত মাংসে গড়া একটি মানুষ
তবু কেন ধরো তোমরা আমার
হাজার রকম দোষ ?
অসিত রঙের মানুষ বলে
তোমরা সদায় শুনাও
কত রকম কথা
মনে হয় এ জন্মটাই বুঝি
হলো আমার বৃথা।
সারাক্ষণ খুঁজতে থাকো
আমার নানা খুঁত
বুঝি না তো, ঈশ্বর তোমাদের সুন্দর দেহে
এ কেমন দিয়েছে বোধ?