আমি তোর নয়তো কেউ
-------কনিকা সরকার
আমি তোর নয়তো কেউ,
তবুও তোকে নিয়ে মনের পারাবারে
জেগেছে প্রণয়ের হাজার হাজার ঢেউ।
আমি নেইতো তোর মনে,
তোকে নিয়ে তবুও মন
গড়েছে সুখরাজ্য আমার ভুবনে।
তোর পৃথিবী আমি শুন্য,
আমার অবনী তোকে পেয়ে
হয়েছে প্রেমে পূর্ণ।
তোর আকাশে আমি অন্ধকারে মিশে,
আমার আকাশ জুড়ে আছিস
চাঁদের আলোর মতো হেসে।
আমি তোর নয়তো আপন,
তোকে নিয়ে এ জীবন তবুও
দেখে যাচ্ছে প্রতিনিয়ত কত স্বপন।
আমি তোর নয়তো কোন কিছু,
তবুও মন জেনে শুনেও
ছাড়ে না তোর পিছু।
রচনা কাল-27/03/2019