শত সুন্দরের মাঝে খুঁজে নেব আমার স্বপ্নটা
রঙিন সুতোয় বুনবো আমার স্বপ্নটা
রঙধনুর রঙে রাঙাবো আমার স্বপ্নটা
মিথ্যে নয় সত্যের সুন্দরতায় আঁকবো আমার স্বপ্নটা
আলোর ঝলকে আলোকিত হবে আমার স্বপ্নটা
শিশিরের কণার মতো স্বচ্ছ হবে আমার স্বপ্নটা
বিশ্বাসের বিশ্বস্ততায় গড়বো আমার স্বপ্নটা
চাঁদের স্নিগ্ধ আলোর মতো হবে আমার স্বপ্নটা
07/06/2016