আমার একটা দিঘি ছিল-৩
কনিকা সরকার---
আমার একটা দিঘি ছিল
কাচের মত স্বচ্ছ তার জলের উপর
রোদের আলোয় যেন হিরের ঝলকানি।
কিন্তু সেই দিঘির ঘাটে,
আজ শ্যাওলা জমে গেছে
শুকনো জড়া পাতা
সিড়ির গায়ের উপর পড়ে
যেন করেছে আবরণ তার।
সেখানে বসে পা দোলাতে দোলাতে
জলের সাথে হয় না আর খেলা,
দেখা হয় না সেই জলে ফুটন্ত পদ্মের গায়ে
সমীরণের আলতো পরশ-
রাজ হংস-হংসীরও পদচারণ শূন্য সেই ঘাট,
থেমে গেছে তাদের কলরব।
ঘাটের পাশে থোকা থোকা হাসনা-হেনা
ফুটে আর ঝড়ে পড়ে মৃত্তিকার বুকে-
আর সুভাস তার হারায় শুধু
অবনীর গভীরতায়।
জোস্ন্যা ঝড়া, হাসনা-হেনা ফোটা শবরীতে
যেথায় আর তো
ছুটে যেতে পারে না প্রাণ।
এখন এসব শুধুই স্মৃতি
তবুও মিথ্যে আশা বাঁধে মন-
আবার সময় ফিরবে আগের মতন
কিন্তু সময় কি কখনো ফিরে আসে?
রচনা কাল=০৪/০১/২০২২