আমার একটা দিঘি ছিল
       ----কনিকা সরকার

আমার দিঘির স্বচ্ছ জলের ধারায়,
মন হারায় হারায় রূপের লাবণ্যে।
ভোরের শান্ত জলের স্নিগ্ধতার ছোয়া,
অরুণ আলোয় যেন অপরূপ খেলা।
উদাসী ক্লান্ত দুপুর বহে মৃদু বায়ু-
মন যেন ছুটে যায় তারি স্পর্শতায়।
পাড়ের ঝুমকো জবা বাড়িয়েছে রূপ,
হাসনা-হেনার গন্ধে করে মশগুল।
জোসনার রূপ সেথা মাতিয়েছে হিয়া,
একলা নিরলে বসে ভাবি কত কথা,
রাত পাখি দেয় ডাক তার পাড়ে বসে
মন চায় জাগি রাত তার জল দেখে।
তার জলে মন দোলে দেখে শতদল
অপরূপ রূপ যেন তার সদা ক্ষণ।

রচনাকাল-24/09/2019