আলো-ছায়া
---কনিকা সরকার

মিশে গেলে........
আলো-ছায়া জড়ানো
ধোয়ার মতো আবছা আলোয়,
হারিয়ে গেলে শহরের ভীরে
সরু গলি পথটার মাঝে
শত শত যানবাহনের কোলাহলে,

আর ক্ষণিকেই আঁখি পাতে
বসতি স্থাপন করে নিলো
আলেয়ার আলো।

বিন্দু বিন্দু পুলক, দ্বিধা-দ্বন্দ্বের
সমাহার হৃদ সায়রে
একের পর এক ঢেউ তুলে গেল।
সে ঢেউ শুধু ভাসিয়ে নিয়ে গেল
অনিশ্চয়তার দিগন্তহীন পারাবারে।

যেথায় অর্ক তার সমস্ত আলো নিয়ে
বিলীন হয়ে গেলেও
জোগাতে পারে না আলোর ছটা,
সেথায় শুধু অন্ধকার আর অন্ধকার।

রচনাকাল-১৭/১১/২০১৭