আলো
--কনিকা সরকার
দিপাবলীর দিপশিখায় দূর হোক যামিনীর যত কালো,
ধরার মাঝে ফুটে উঠুক শত রঙের রঙিন সুখের আলো।
বিরাজিত যত অন্ধকার হয়ে যাক মলিন,
ফিরে আসুক চারিদার জুড়ে অসীম সুখের দিন।
আলোয় আলোয় ভরে উঠুক এই না ভুবন,
দুখ-ক্লেষ দূর হয়ে আসুক ফিরে সুখের স্বপ্নক্ষণ।
চারপাশের লেগে থাকা কালিমা-কলুষতা,
মুছে গিয়ে আলোয় আলোয় বয়ে আনুক খুশির বার্তা।
রচনাকাল-27/10/2019