একাকিত্ব
---কনিকা সরকার


আমার সাথে আমার যখন যোগাযোগ
আমার আমি তখন।

আমার সাথে আমার আলাপন
আমার আমাতে তখন হয় বোঝাপড়া।

আমার সাথে আমার লেনাদেনা
হয়ে যায় কত হিসেব-নিকেশ।

আমার সাথে আমার খুনসুটি
কিছু প্রহর কাটে একটু অভিমানে।

আমার সাথে আমার বন্ধুত্ব
অব্যক্ত কথা হয়ে যায় ব্যক্ত।

আমার প্রতি আমার ভালোবাসা
ঠোটের কোন করে হাসি খেলা।

কল্পনাতে উদাস প্রাণে ভাবনায় কত ছবি আঁকা
আমার আমিতে যখন খেলে একাকিত্ব।

আমার আমি শুধুই আমি
গড়ে দেয় একাকিত্ব কেবল।

আমার সাথে আমার যত সন্ধি
একাকিত্বে থাকি নিজের সাথে নিজে বন্দী।

রচনাকাল-15/06/2019 (১লা আষাঢ়, ১৪২৬)