এক সহস্র কৃষ্ণচূড়া
--------কনিকা সরকার
দিবসের বিদায়ের পূর্ব ক্ষণে
তপন গায়ে যখন লাগে
কৃষ্ণচূড়ার মন ভুলানো রঙ
তখন হাত দুটো ভরে
যদি নিয়ে আসি
এক সহস্র কৃষ্ণচূড়া
আর বলি তোমায়
“ভালোবাসি” “ভালোবাসি”
আর “ভালোবাসি”.....
এই ইট পাথরের শহরে
কৃষ্ণচূড়ার রঙের মতো রাঙিয়ে
জীবন জুড়ে রয়ে যাওনা
জীবনের শেষ প্রহর অবধি..
ওই সবুজ পল্লবের মাঝে ফুটা
আগুন লাগা সেই রঙের আলোয়
জীবনে আলোর দ্যুতি ছড়িয়ে
আয়ুর সংখ্যায় যত দিন
কাটে জীবন এই অবনীর বুকে....
মৃত্তিকার বুকে ঝেড়ে যাওয়া
কৃষ্ণচূড়ার চাদরের মতো
জীবন জুড়ে জড়িয়ে থেকো..
যেন ধরণীর মাঝে আসা
আগামী দিন মাস বছর গুলোর
দেখার ইচ্ছাটা বেড়ে যায়...
রচনাকাল-09-06-2024