এক ফোটা বৃষ্টি জল
---কনিকা সরকার


এক ফোটা বৃষ্টি জলে মন কাব্যে তুমি,
হারিয়ে ফেলেছি মন আজ যেন আমি।
কালো মেঘে ডেকে যায় গগনের তনু,
মেঘ গুলো উচ্চ স্বরে বাজাচ্ছে যে বেণু।
আকাশের পানে দৃষ্টি; প্রাণে আনে ছন্দ,
চারিদিক উচ্ছসিত বৃষ্টির আনন্দ।
হৃদয়ে তোমার আভা উঠে যেন জেগে,
বৃষ্টি জলে ভিজে মন তোমা অনুরাগে।

জলের কণা হারায় মৃত্তিকায় পড়ে,
মনটা যেন ভাবায় শুধু তাকে ঘিরে।
শীতল পবন যেন প্রাণে দেয় দোলা,
তার ভাবনায় কাটে শুধু বৃষ্টি বেলা।
এলোচুলে বাতায়ন পাশে ভেবে তাকে,
ছুয়ে বৃষ্টি জল কণা মন তাকে আঁকে।


রচনাকাল-(8/6=14)09/08/2020