বিষণ্ণ বিকেলের
শেষ অবধি
অপেক্ষায় ছিল মন.....
দু'নয়ন ছিল প্রতিক্ষায়
আর অজানা পুলকে পুলকিত,
হৃদয়ে ছিল
স্বপ্নের নানা রঙের এক ঝলকানি আলোক.....

দিগন্তের শেষ প্রান্তে
রক্তিম আভা ছড়ানো সূর্যটার
হারিয়ে যাওয়ার
সাথে সাথে
মনের কোণে গোধূলি আলো-ছায়ার
আলোর মতো আবছা অন্ধকার
নেমে আসতে থাকে ।
ঝাপসা আলোয়
কাছের পথ রেখাটুকু দেখা যেতে যেতে
বাকি পথটুকু হারিয়ে যায়
অন্ধকারের গহ্বরে ।

মনের কোণে জোনাকের আলোর মতো যতটুকু আশা
তাও যেন নিভে যাওয়ার
পথে হারাতে বসে ,,,,,,,
ঝাঁপসা আলোকে আরো যেন
ঝাঁপসা করে তুলে
নয়নের লোনা জলের ধারা,
সামান্য আলোটুকু তখন গাঢ় থেকে গাঢ় অন্ধকারে রূপ নিতে
এগুতে থাকে।

ক্লান্ত শ্রান্ত আঁখি দুটোর
লোনা জলের শুষ্ক রেখা
দেখে মনে হয়
অদ্রির বুক বেয়ে বহুকাল আগের
গড়িয়ে পড়া
জল স্রোতের চিহ্ন,
আজও তার রেখা
অদ্রির বুকে ফুটে রয়েছে স্পষ্ট হয়ে
যেন ,,,,,,

অবলীলায় জড়ানো বিষাদ পূর্ণ হৃদয় আর অসাড় আঁখি দুটো
বুজে যায়
তন্দ্রার প্রবল মায়ায় ,,,
আর নিস্তব্ধ থেকে নিস্তব্ধতায়
অবনী হারাতে থাকে কোথাও,,,,,,,
(০৩-০৯-২০১৭)