এইতো ভালোবাসা
---কনিকা সরকার
যদি চলার পথে আসে হঠাৎ হোচট
যদি পথটা হয় বন্ধুর
তোমার হাতটা যেন পাই আমার হাতে
ভয় যেন হয় অনেক অনেক দূর।
জীর্ণ হাওয়া যখন আসবে তেড়ে-
মনের মাঝে ভীষণ ভাবে
জেগে উঠবে কত শঙ্কা
উর্ধ্ব পানে পলক হয় স্তব্ধ,
তুমি তখন থেকো পাশে
বসো একটু আমার কাছে
মাথাটা রেখে তোমার কাঁধে
নিবো প্রশান্তির শ্বাস
হবে যেন সহস্র সুখের উপলব্ধ।
কষ্টগুলো যখন খিল খিল করে হেসে
উঠবে মনের ভিতর-
করবে তারা তান্ডব,
সামনে শুধু থেকো তুমি
তোমার বুকে মুখ লুকিয়ে
নাহয় করবো অশ্রু বিসর্জন
হবে তো ক্ষণিক সুখের অনুভব।
রচনাকাল-11/09/2019