এ কেমন নীতি
--কনিকা সরকার
ডেকে বলো নারী-
ঘর ছেড়ে বাহির হও
আর কত কাল রইবে ঘরের কোনে,
সুযোগ পেলে আবার তোমরাই
পথে-ঘাটে, গাড়িতে-বাড়িতে
ধর্ষণ, লাঞ্ছিত করো তাদের অন্যায়বিনে।
প্রতিবাদ করতে বলো
দেও সাহস, ভরসা,
তোমাদের আচরণেই
প্রতিবাদী মুখে বয়ে
আনে আবার শত হতাশা।
পাশে থাকার আশা যোগাও
সাহস দেও প্রাণে,
সুযোগ পেলেই মারো
আবার তাদের কেড়ে নিয়ে-
মান-সম্মানে।
এ কেমন নীতি
তোমরাই বলো,
কত শত নিষ্পাপ প্রাণ
তোমাদের অন্যায় লালসায়
অকালেই ঝড়ে গেলো।
রচনাকাল-11/07/2019