শত শত তপত তাপে গলিত হেম।
রূপ অপরূপ হেরি গলিত সে প্রেম।।
রূপ নেহারী হরি প্রতিদানে হল ক্ষেম।
তমাল তরুয়া তলে মিলল যুগল হেম।।
চরণ যোগলে ধরি চাহে রূপ পানে।
চাহিতে চাহিতে রূপে দেখিল বদনে।।
হাতে তাঁর নাহি বাঁশি নাহি চুড়া ধড়া।
কাঁধেতে ভিক্ষার ঝুলি মাথে নাহি চুড়া।।
প্রিয়সি দরপে হেরি চমকি উঠিলা।
পরাণ ব্যাধে কিছু কহিতে লাগিলা।।
আমার রূপের চ্ছটা তুমি কবে নিলা।
তোমারে ছাড়িয়া প্রিয়া আমি যে একেলা।।
দুহে মিলে নাচি গাই নাহি কোন দুঃখ।
তুমি আমি এক হই সেই বড় সুখ।।
আর কেহ না বলিবে নারী পুরুষ দুই।
পবিত্র প্রেমের সুত্র তোমারে জানাই।।
অনেক কলঙ্ক মোর জগৎ ভরিয়া।
কলঙ্কি নিন্দুক তবে মরিবে কাঁন্দয়া
কামুক যতেক জন বুঝিতে পারিবে।
কোটি কামে সেই প্রেম কভূ না পাইবে।।
বকুলের মালা যদি পড়ে পদ তলে।
পরশে পরম গন্ধ উথলিয়া উঠে।।