তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।
আমি দেখিতে না পেয়ে চলেছি এক মনে।।
তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।
আমি কভূ ত এমন ভাবিনী।
তোমারে পালন করিনি।।
তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।
তুমি বিশ্ব বিভূ জ্ঞানাতীত রূপ জনে।
আমি না হেরিনু নয়নে।।
তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।
তুমি আমাতে থাকিয়া আমারে অনুখনে।
ছাড়িয়া না-রহিলে খনেক হুতাসনে।।
তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।
যাবার বেলাতে রহিল মনেতে।
তোমায় আর কি হেরিব নয়নে।।
তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।
তোমার অচিন্ত রূপ রস-লীলা চিন্তনে।
প্রেমের সাগরে মগনে।।
তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।
পড়িয়া রহিনু পায় যদি বা জীবন যায়।
প্রেমের বাধঁনে অরূপ নয়নে নয়নে।।
তুমি কবে এসেছিলে আমার অঙ্গনে।