পিতা পিতা পিতা পিতা পিতা মুলাধার।
পিতা বিনা এই জগতে নাই গো কিছু আর।।

জান পিতা তোমার কথা পড়ে যবে মনে।
হৃদয় আমার কেঁদে উঠে অতি সংগোপনে।।

নিজের দিকে তাকাই যখন দেখি তোমার দান।
সৃষ্টি মুলের আদি তুমি, তোমি হে মহান।।

ভোর বেলাতে পুব আকাশে সুর্য্য উঠে যবে।
মনোহারী রুপ হেরিলে তোমায় পড়ে মনে।।

তুমি আমার জন্মদাতা তুমি আমার সব।
তোমার কৃপায় পাখি শোনায় মধুর কলরব।।

বেলা শেষে পুব আকাশে উঠে যবে চাঁদ।
তরা রাজি নিঝুম রাতি জাগায় কত সাধ।।

আমায় দেখি পিতা তুমি কত সুখ পাও।
কত শান্তি কত স্নেহ বুঝিনি গো তাও।।

গ্রহ, উপগ্রহ, তারা, সবই তোমার দান।
চন্দ্র সুর্য্য ফল মুলে রাখে আমার প্রাণ।।

লতাপাতা দেশ দেশান্তর দেখি যবে চোখে।
তোমার পায়ে শুয়ে থাকি অসীম শান্তি সুখে।।

তোমার কথা মাথায় নিয়ে হব তোমার দাস।
তোমার কথা না শোনে যে পড়ুক মাথায় বাজ।।