আমি তোমাদেরে নিয়ে আসিনী
আমি তোমাদেরে নিয়ে যাব না
আমি তোমাদের মাঝে রবনা।
আমি আসিয়াছি যেথা হতে
আমি যেতে নারিব গো তাতে
আমার বাসনা পুরাতে দিবেনা।।
আমার সকল আশার প্রদীপ
পুড়িয়া হইবে নিপ্রভ
কেহ মোরে আর রখিবেনা।
আকুল হইয়া কাদিয়া কাদিয়া
নিঠুর জনের প্রহার দেখিয়া
সবার মাঝে আর ভূলিব না।।
সে ক্ষনে পথ না পাহিব
আমি এ দুঃখ কাহারে কহিব
বলনা চির বন্ধু আমায় বলনা।
যেকালে আমারে উপায় কহিলে
সেকালে আমি আন শলিলে
পাষন্ড হইয়া করেছি কত ছলনা।।
তবে তোমাদের সাথে থাকিয়া
তোমাদেরে ভালবাসিয়া
সকলই তাঁহারই ভাবিয়া।
আপন স্বরূপ করমে
বুঝিয়া আপন মরমে
রহিব শান্ত হইয়া।।
আমি আর যদি কভূ আসি
তোমার নিয়ম প্রেমেতে পশি
হইব আজ্ঞার দাসী।
বকুল ফুলের মালা
আর নহিবে ত্রিতাপ জ্বালা
আহা! দেখিবে জগতবাসী।।