সেদিন সন্ধ্যা বেলা
পলাশ বনে একা
আমারে জড়াইয়া
বলেছিলে কত কথা।।

আমার আশার আলো
বাড়িয়া উঠেছিল
আশাতে বুক বাধিয়া
মন উঠেছিলো কাঁদিয়া।।

শত বরষ পরে
চৈতালী রোদে দুপুরে
আমি একা বসি বনে
কাঁদিছি সংগোপনে।।

তোমারে ভাবিয়া
তোমার রূপেগুণে ভাসিয়া
মরছি কাঁদিয়া
প্রিয়া লয়ে শুন্য হিয়া।।