বকুল কুমার দেব

যাহা আছে তাহা লয়ে লয়েছি স্মরণ।
প্রাণের দুয়ার খুলি করহ বরণ।।

নবীন যৌবন তোমার নদী ভরা জল।
কত গুণ গান করে নাবিক সকল।।

মুকুলিত শাখে বসি পাখি করে গান।
কলকাকলির রবে জুড়ায় মন প্রাণ।।

বকুলের সৌরভ সব করি তোমায় দান।
যাহা দিবে তাহা লয়ে হইব মহান।।

প্রেমের তরঙ্গ হৃদে কত অনুরাগ।
এসো এসো এসো এসো এসো হে বৈশাখ।।