এমন রূপ আর হেরিবনা প্রিয়
আমারে তব সাথে নিয়ো
এমন রূপ আর হেরিবনা প্রিয়।।

তোমার চরণে নুপুর
তাহে আলতা পরা
নখে বহু বিধু ধারা

আর শুনিবনা প্রিয়
মধুর মুরলী রব
চৈতি দুপুরে হায়
এমন রূপ আর হেরিবনা প্রিয়
চৈতি দুপুর বায়।।

রুদ্র প্রখরা তাহে বন ছায়া
তাহে তব আবয়ব
বসন্ত ফাগুনে অধর সুধা দিও
এমন রূপ আর হেরিবনা প্রিয়।।