ভুল করে এ জীবনে হয়ে গেল ভুল
কিছুতেই হয় না সে ভুলের উশুল।
আলেয়ার পিছে পিছে এ জীবনে ভুল পথ চলা
হৃদয়হীনার কাছে হৃদয়ের আঁকুতিটা বলা।
ভুল করা এ জীবনে দিয়ে যাই ভুলের মাশুল।
ভুল করে এ জীবনে হয়ে গেল ভুল
কিছুতেই হয় না সে ভুলের উশুল।
এখন আমার নাই জীবন মরন
এখন হৃদয়ে শুধু হৃদয়ক্ষরণ।
ফুলহীন মন যার কি করে সে ফুলে হাসবে?
প্রেম নেই যে হৃদয়ে কি করে সে ভালোবাসবে?
এখন কূড়াই আমি সে দিনের ফেলে দেয়া ফুল।
ভুল করে এ জীবনে হয়ে গেল ভুল
কিছুতেই হয় না সে ভুলের উশুল।
(গীতিকবিতা)
স।২।২১
২৭।৫।২৩