যাও বাঁশি ভেঙে যাও আর যেন কথা না বলো
সুরগুলো ভুলে যাও আর যেন ব্যথা না তোল।
তোমার মোহন সুরে হৃদয় কাঁদে
দরদী গীতিকা ফেলে মায়ার ফাঁদে
আমায় শেখাবে প্রেম সে কথা ভোল।  
যাও বাঁশি ভেঙে যাও আর যেন কথা না বলো
সুরগুলো ভুলে যাও আর যেন ব্যথা না তোল।
আমি আর জড়াবো না সুরের মায়ায়
ভরাবো না এ হৃদয় প্রেমের ছায়ায়
প্রেমের বাঁধন সব এবার খোলো
যাও বাঁশি ভেঙে যাও আর যেন কথা না বলো
সুরগুলো ভুলে যাও আর যেন ব্যথা না তোল।
(স।৩।২২। রং-১১.১০ রাত)
গীতিকবিতা