তোমার ও মুখ দেখতে আমার বড় দ্বিধা লাগে মনে
হৃদয়ে আমার প্রেম জাগে যদি ভুল করে আনমনে।
তাই থাকি ভয়ে চোখ যেন ভুলে তোমায় খুঁজে না পায়
তাই থাকি থীর দুইটি চরন তোমার দিকে না যায়।
তোমায় দেখলে হৃদয় সাগরে ঝড় ওঠে ক্ষণে ক্ষণে
তোমার ও মুখ দেখতে আমার বড় দ্বিধা লাগে মনে
হৃদয়ে আমার প্রেম জাগে যদি ভুল করে আনমনে।
তোমার কথার স্বর্গীয় সুধা ভূবন মোহন সুর
হৃদয় গহিনে দুঃখ ক্লান্তি নিমেষেই করে দুর।
তোমার লাজুক সরল বদন শিল্পীত কারুকাজ
তোমার বেগতি চলন বলন অধোমুখ ভিরু লাজ
এই অধমের শান্ত হৃদয়ে ঝড় ওঠে অকারনে।
তোমার ও মুখ দেখতে আমার বড় দ্বিধা লাগে মনে
হৃদয়ে আমার প্রেম জাগে যদি ভুল করে আনমনে।
স।৩।২৭
দুপ-রা।১২.২৫
গীতি কবিতা।
দুপ-রা।১১.৫০
গীতি কবিতা।
স।৩।১১