আমাদের শিশুরা স্বপ্ন দেখেছিল।
দিবসের প্রথম প্রহরে।
যারা এই সমাজের অগ্রজ তারাই দেখিয়েছিল স্বপ্ন।
ঐ সব শিশুদের যাদের কেউ ছিল অপুষ্ট,
যাদের কেউ ছিল প্রতিবন্ধ।
যাদের অনেকেই ছিল চরাঞ্চলের অধিবাসী।
তাদের অনেকের পরিবার ভেঙে গিয়েছিল
মৃক্তিকার পাত্রের মতন।
তারা দেখেছিল একপলকে
সাতপুরুষের ভিটেমাটি নদীর করাল স্রোতে বিলীন হয়ে যাওয়া।
সেইসব প্রান্তিক শিশুদের স্বপ্ন দেখানোর প্রতিযোগীতায় আমরা তখন বিভোর।
তারা এনেছিল সে দিন শত শত স্বপ্নের রেপ্লিকা
আমরাও শিখেছিলাম কি করে স্বপ্ন দেখতে হয়।
আমি বলেছিলাম সাবধান হও সমাজের কান্ডারি। আমাদের শিশুরা আজ স্বপ্ন দেখতে শিখেছে।
যদি উপেক্ষা করো এইসব শিশুদের,
যদি তোমাদের নিষ্ঠুর অবহেলা তাদের স্বপ্নভ্রষ্ট করে ফেলে
তবে জেনে রাখো কান্ডারী
প্রতিবন্ধ শিশুদের দীর্ঘশ্বাস তোমাদের ক্ষতবিক্ষত করবে একদিন।
ক।৭১।৩৬
মহাখালি, ঢাকা। পূর্বাহ্ন:১১.০০