মালিক আমার ক্ষুদ্রবক্ষ পর্বতসম করো
মালিক আমার ক্ষুন্ন হৃদয় আকাশের মাঝে ধরো।
মালিক আমার ছিন্ন ভাবেতে নিখিলের ছবি রাখো
মালিক আমার কাজল নয়নে শান্তির ছবি আঁকো।।

মালিক আমার দৈন্য চিন্তা বিদ্যুৎ যেন হয়
মালিক আমার রুগ্ন শক্তি রাজ্য করুক জয়।
মালিক আমার শুকনো শরীর সিংহের মতো হোক
মালিক আমার তিক্ত মনন গরুক স্বর্গলোক।

মালিক আমার রুদ্র কাননে ফুটুক লক্ষ ফুল
মালিক আমার ছিদ্র এ তরি পায় যেন দুই কুল।
মালিক আমার সুপ্ত চেতনা বজ্রের মতো হোক
মালিক আমার ব্যর্থ বাসনা ভূলে যাক শত শোক।

মালিক আমার জীর্ণ স্বপ্ন হোক অতিবাস্তব
মালিক আমার অচল বাক্য হয়ে থাক সরব।

(শরীফ আহমাদ)
ক।৫৯।১৩