***রমজান এলো***

রমজান এলো, রমজান এলো,
রমজান এলো, মাহে রমজান
রমজান এলো, রমজান এলো,
রমজান এলো, মাহে রমজান।
পড়ো নামাজ,করো জিকির,
পড়ো মুমিন পাক কোরআন
তোল দুহাত খোদার কাছে
হাশরে পাবে আসান
গরিবেরে রহম করো
খুশি হবেন সেই রহমান।
রমজান এলো, রমজান এলো,
রমজান এলো, মাহে রমজান।
এই রমজানের উসিলাতে
কত পাপী পায় নাজাত
ফুলে ফুলে সাজলো আজি
আরশেরই আবহায়াত।
ওঠো মুমিন ঘুম ভাঙিয়ে
অলসতা করো বিদায়
পরশিরে জাগিয়ে দিয়ে
সেহেরিটা করো আদায়
খল শয়তানে শিকল পরাও
বুকের পশু হোক কোরবান।
রমজান এলো, রমজান এলো,
রমজান এলো, মাহে রমজান
রমজান এলো, রমজান এলো,
রমজান এলো মাহে রমজান।
       (পবিত্র মাহে রমজানের সৌজন্যে)
     ***গীতি কবিতা****    
স।১১।৯