যদি আমি সুখি হই তবে কেন তুমি ব্যথা পাও
আমি ব্যথা পেলে তবে তুমি কেন খুশিতে হারাও।
না হয় হয়েছে দোষ কিছুটা আমার
না হয় হয়েছে ভুল একটু আবার।
কি কারনে পর হলে এই কথা আজ বলে যাও
যদি আমি সুখি হই তবে তুমি কেন ব্যথা পাও
যদি আমি ব্যথা পাই তবে তুমি খুশিতে হারাও।
জানি তুমি আজ আমার নও
আমি কাঁদি তুমি খুশি রও।
বিদায় দাও গো তবে আর কথা নয়
আমাদের প্রেম যেন ইতিহাসে রয়।
কোনদিন দেখা হলে আঁখিজল গোপনে লুকাও।
যদি আমি সুখি হই তবে তুমি কেন ব্যথা পাও
যদি আমি ব্যথা পাই তবে তুমি খুশিতে হারাও।
স।১৫।১৩ (রং-রা-৭.৪৫)
গীতিকবিতা।