*পবিত্র দিনের কামনা *

আজকের এই পবিত্র আনন্দের দিনে
ঘরের শিশুরা সব চঞ্চল আনন্দে মেতে উঠুক।
ঘরের বধুদের হরেক রকমের বাহারি রান্নাবান্না
স্বাদে-গন্ধে ভরপুর হয়ে  উঠুক।
প্রতিটি দম্পতির গোলাপি হৃদয়ের সরোবর
প্রেম ভালবাসার স্নিগ্ধ জলে টইটুম্বুর হয়ে উঠুক।
প্রতিটি বন্ধুর স্বার্থহীণ সম্পর্কের বন্ধন
ঘন সন্পর্কে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে উঠুক।
প্রতিটি স্বজনের সদ্ভাবের সম্ভবনা
শতভাগ চরিতার্থ হয়ে উঠুক।
আমাদের প্রতিবেশিরা বেশি এবং বেশি
একে অপরের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।
প্রতিটি আত্বার নির্মল আত্বিয়তা
শুভকামনার চেতনায় প্রগাঢ় হয়ে উঠুক।
আমাদের বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গের চলার পথ
সমাজ কল্যানের সৎ কর্মসমুহ বেগবান হয়ে উঠুক।
প্রতিটি শাসকের ভাবনার রাজ্য
সম্প্রতির চেতনায় প্রসিদ্ধ হয়ে উঠুক।
প্রতিটি সম্প্রদায়ের নেতৃত্বের নবারুণ
শুভ চিন্তার আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক।
প্রতিটি দরদি হৃদয়ের
মানবতার চেতনার সবুজ মহিরুহ
সহস্রগুণে জাগ্রত হয়ে উঠুক
প্রতিটি মানবসত্বার বিশ্বাসের ইস্পাত কঠিন ভিত্তি
বহুমাত্রায় মজবুত হয়ে উঠুক।
*** সকলের জন্য রইল “ঈদ মোবারক”।***

৭৪।৩৬