আমার এ গানখানি কারে আজ বলো শোনাবো
দয়া করে শোনো তুমি মালিক আমার
তুমিই যা দিয়েছিলে সেটুকুই শুধু সম্বল
সুরের সুরভি আমি কোথা পাবো আর।
কেউ তো দ্যাখে না মোরে ফিরে
কেউ তো শোনে না মোর গান
ওরা শুধু ফিরে ফিরে ও দিকে তাকায় ধীরে
যে সুরে রয়েছে সুখ,হাসী, কলতান।
যে সুরে রয়েছে প্রীত প্রেয়সীর রূপক্ষুরধার
যে সুরে অসুর হাসে ওরা তাই হাসে বারেবার।
তোমার শেখানো সুর ওরা শুনে যদি ফিরে যায়
ক্ষমা করো ক্ষমা করো মালিক আমার।
স।১৪।৭।
কবিতা আসর।১২।৬।২৩