নিঠুর বন্ধু কোন দোষে
একলা ফেলে চলে গেলে।
নিঠুর বন্ধু কোন দোষে।  
কোন দোষে দোষী আমি কেন তুমি বলে গেলে না
দোষী আমি মেনেছিতো ফিরে তবে কেন এলে না
অকারন অভিমানে আঁধারে যে ফেলে মোরে দিলে
নিঠুর বন্ধু কোন দোষে
একলা ফেলে চলে গেলে।
নিঠুর বন্ধু কোন দোষে।  
এখন যে একেলা আমি তবুও সে ফিরে আসে না
প্রেমের পাগলামিতে এখন তো কেউ হাসে না।
বন্ধু্বিহীন পথে ফেলে রেখে কোন সুখ পেলে।
নিঠুর বন্ধু কোন দোষে
একলা ফেলে চলে গেলে।
নিঠুর বন্ধু কোন দোষে।  
গীতি কবিতা।
স।১১।১৭
১০।৫।২৩