ভুলতে যদি পারিবিনা তারে      ওরে পাগল মন
কিসের মোহে ভূলের মায়ায় তারে ভেবেছো আপন।
ভেবেছিলে বাঁধিবে ঘর মনের মতন করে
ভেবেছিলে সাঁজাবে ঘর অনেক যতন করে
এখন তোমার ভাঙিল ভূল ভাঙিল স্বপন
ভুলতে যদি পারিবিনা  তারে    ওরে পাগল মন
কিসের মোহে ভূলের মায়ায় তারে    ভেবেছো আপন।
এখন তারে ভুলতে গেলে বুকের ক্ষত বাড়ে
সুখের পাখি গান ভুলে যায় দুখের হাহাকারে
রিক্ত মনের মরুর ভুমে চৈতালি দহন।
ভুলতে যদি পারিবিনা  তারে    ওরে পাগল মন
কিসের মোহে ভূলের মায়ায় তারে ভেবেছো আপন।
(গীতিকবিতা)
স।২।২০
১১।৫।২৩