*না হয় না এলে তুমি*

না হয় না এলে তুমি এই সন্ধ্যায়
তবু কেন মায়াপ্রেম এই মন চায়।
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়।

না হয় না এলে তুমি হাতে নিয়ে ফুল
দিও তবু  জীবনের যতো ছিল ভূল
সে ভূলের ডালি নিয়ে বিরহের কালি দিয়ে
আঁধারে সাঁজাবো আমি এই মনটায়
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়
তবু কেন মায়াপ্রেম এই মন চায়
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়।

না হয় না দিলে তুমি এতটুকু প্রেম
জেনে নিও তবু আমি তোমারই ছিলেম।
বিরহী পাখিরা সব করে শুধু কলরব
বৈশাখী আকাশের ঝড়-ঝঞ্ঝায়

না হয় না এলে তুমি এই সন্ধ্যায়
তবু কেন মায়াপ্রেম এই মন চায়।
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়।

(গীতি কবিতা)
  স।১।১৭