*কণ্ঠে দিলাম গান*


আমার এ গান পাখিরে তোর কণ্ঠে দিলাম তুলে
তবু আমায় যাসনে যেন ভুলে।
অন্ধকারে যখন আমার কণ্ঠ থেমে যাবে
সুর হারানোর ব্যথায় যখন অশ্রু গড়াবে
তখন পাখি এ সুর তুলিস ব্যথীর অনুকূলে।  
আমার এ গান পাখিরে তোর কণ্ঠে দিলাম তুলে
তবু আমায় যাসনে যেন ভুলে।
ডালে ডালে উড়বি পাখি গাইবি হেসে গান
দুঃখের কথায় ভুলেও যেন যাস্ না ভুলে তান
নইলে যে বদনাম হবেরে কাঁদবে কবি ধূলে।
আমার এ গান পাখিরে তোর কণ্ঠে দিলাম তুলে
তবু আমায় যাসনে যেন ভুলে।
স।১৪।১৭
(গীতি কবিতা)
২৮।৫।২৩