কার তরে অকারনে কাঁদো ভোলামন
কার তরে অকারনে আজ করো শোক    
কার তরে হৃদয়েতে জেগে ওঠে ঝড়
বুকের জমিন করো শুকনো পাথর।    

চাতক পাখির মতো শুধু চেয়ে রও
ভাবের সাগরে থাকো কথা নাহি কও।
দিনের আলোয় বাঁচো তবু দেখো রাত    
কি কারনে অকারনে আনমনা হও।

কারে তুমি মন দিয়ে হারিয়েছো মন
জীবনের বেলাভূমে দেখছো মরন।
কার ছবি সযতনে হৃদয়েতে আঁকো
আহত হৃদয়পটে রক্তক্ষরণ।

কার তরে অকারনে কাঁদো ভোলামন
কার তরে অকারনে আজ করো শোক

  
স।১৪।১৮ দুপ।রা-১১.৫০
গীতি কবিতা। ১৩।৬।২৩