এমন মধুর হাসি কবে আর তুমি হাসবে
এই দেখা শেষ হলে কবে আর ফিরে আসবে।
আজকের এই দেখা এখানেই শেষ হয়ে যাবে
মোহময় এই ক্ষণ এই মন ফিরে কি পাবে?
এইখানে? এই মন আবার কি ভালোবাসবে?
এমন মধুর হাসি কবে আর তুমি হাসবে
এই দেখা শেষ হলে কবে আর ফিরে আসবে।
তার চেয়ে এই ভালো এই দেখা স্মৃতি হয়ে থাক
কাঁচের মতন এই মন যদি ভেঙে যায় যাক
একদিন ফিরে এসে অভিমানে শুধু শাসবে।
এমন মধুর হাসি কবে আর তুমি হাসবে
এই দেখা শেষ হলে কবে আর ফিরে আসবে।
স।৩।৩৮। (গীতি কবিতা)
১।৬।২৩