আজও সেই পুরনো আকাশ
সেইসব পরিচিত মেঘের কৌতুহলী বিচরন
আগের মতই সেই প্রাচিণ শৈত্য সমাবেশ
কণ্টক মিশ্রিত কুহেলিকা।

আজও সেইসব পরিচিত মানুষের সাদর সম্ভাষণ
অথবা অগণিত মানুষের জীবিকার অন্বেষণ
সেইসব পুরোনো প্রেম, পুরোনো আবদার,

কেবল নতুন করে কিছু স্বপ্ন দেখার বাহানা
পুরনো অনুভূতির জোয়ারে নতুন আন্দোলন
একটি নতুন বর্ষপঞ্জিকার হাতছানি

আমাদের শিশুদের  নতুন কিছু প্রাপ্তির  নির্মল বিনোদন
আর মানুষ হয়ে ওঠার অদম্য বাসনা।
দেখা যাক তবে
নতুন এই বছরে  আমাদের শিশুদের
কতটা মানুষ করে তোলা যায়
অথবা
দেখা যাক তবে     নতুন এই বছরে
কতটা মানুষ হয়ে ওঠা যায়।
(নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরনকাল)
০১.০১.২০২৫ খ্রী.
ক/৭৩/৩।রাজা।