আর আমার নেই কোন দাবি
আর আমার নেই অভিযোগ
আর আমার নেই কোন প্রেম
আর আমার নেই কোন শোক।
আর আমার ফুল্ল শাখায়
বসবে না আর কোন পাখি
আজ আমার ফাল্গুণে হায়
কোকিলেরা দিয়ে গেল ফাঁকি
ভ্রমরের গুঞ্জনে মুখর হবে না কোন শাখী
আর আমার নেই কোন দাবি
আর আমার নেই অভিযোগ
আর আমার নেই কোন প্রেম
আর আমার নেই কোন শোক।
আর আমার নেই কোন দায়
বড় সুখে দিন চলে যায়।
আর আমার নেই কোন সাথী
নেই আর কোন পরাজয়
আঁধারেও নেই কোন বাতি
এই পথ মিশলো কালোয়
এখন একলা বসে বিরহসুখের ছবি আঁকি।
আর আমার নেই কোন দাবি
আর আমার নেই অভিযোগ
আর আমার নেই কোন প্রেম
আর আমার নেই কোন শোক।
স।১১।২৪
গীতিকবিতা