চারুগীতি
কিছু কিছু কথামালা কবিতা যে হয়
সবকথা কথা হয় কবিতা যে নয়।
কিছু কিছু কবিতা হয় গীতিময়
কিছু কিছু গীতিকা হৃদয়েতে রয়
সবকথা সব গীতি হৃদয়েতে রয়ে যায় না
কিছু গীতি চীরময় কোনদিন ক্ষয়ে যায় না।
কিছু কিছু কথামালা কবিতা যে হয়
সব কথা কথা হয় কবিতা যে নয়।
কিছু সুর হৃদনদে দিয়ে যায় দোলা
সুরের সুরভি হয় নন্দনকলা।
কিছু কিছু শিল্পীর কণ্ঠের মধুরতা চীরদিন রয়
শুদ্ধ শ্রোতার মাঝে চারুময় সঙ্গীত নন্দিত হয়।
কিছু কিছু কথামালা কবিতা যে হয়
সব কথা কথা হয় কবিতা যে নয়।
শরীফ আহমাদ
স।১১।২৭