চৈত্রগগণ তপ্ত তপন হাওয়ায়
রৌদ্রদহন রুদ্র এ মন ধাওয়ায়।
চৈত্রগগণ তপ্ত তপন হাওয়ায়।
অদ্য আমার স্বপ্ন ছোটে কোন গানে
মধ্য দুপুর মন উচাটন কোন তানে
রিক্ত হৃদয় কান্তারে কে যাওয়ায়
চৈত্রগগণ তপ্ত তপন হাওয়ায়
রৌদ্রদহন রুদ্র এ মন ধাওয়ায়।
নিঃস্ব হলাম বিশ্ব আমার নাই বলে
ঋদ্ধ হলাম বন্ধুবিহীন মরু ধূলে
মেঘ বালিকার ডানায় এ প্রাণ হারায়
দূর পাথারে ভাবনা যে পদ বাড়ায়
শ্যাম গেরামের ধূল্য এ পথ পাওয়ায়
চৈত্রগগণ তপ্ত তপন হাওয়ায়
রৌদ্রদহন রুদ্র এ মন ধাওয়ায়।
স।১১।২০
(গীতি কবিতা)