কোথায় নদী বয়ে চলো।২
কোথায় তোমার ঠিকানা।
বোবা নদী কথা বলো।২
বলো তোমার নিশানা।
কোথায় গেলো তোমার বুকের
ময়ূরপঙ্খী নাও
রংধনু রঙ প্রেমের পালে
হাওয়া আর না পাও।  
বিজন ঘাটের সুজন মাঝি
সুরের না পায় বাহানা
কোথায় নদী বয়ে চলো।২
কোথায় তোমার ঠিকানা।
বোবা নদী কথা বলো।২
বলো তোমার নিশানা।
আমি তোমার বুকের পরে
দু‘কান পেতে শুনি
ঢেউএর তালে বেদনা সুর
একলা বসে গুণি
সাথী হারার সেই কাহিনী
রইলো সবার অজানা।
কোথায় নদী বয়ে চলো।২
কোথায় তোমার ঠিকানা।
বোবা নদী কথা বলো।২
বলো তোমার নিশানা।
স।১১।৩৭
(গীতি কবিতা)