***বেলা শেষের গান***
বেলা শেষে কেন এলে যখন ফিরিব আমি ঘরে
কোন গীতি গাবে তুমি কোন কথা বলিবার তরে।
যা বলো বলিতে পারো যা কিছু গাইবে তুমি আজ
কথা আর গীতিমালা হৃদয়ের হবে কারুকাজ
সুরের শরাবে দাও হৃদয় পেয়ালা আজ ভরে।
বেলা শেষে কেন এলে যখন ফিরিব আমি ঘরে
কোন গীতি গাবে তুমি কোন কথা বলিবার তরে।
না যদি বলিবে কিছু না যদি শোনাবে কোন গীতি
তবে কেন বেলা শেষে কাছে এসে দেখালে এ প্রীতি
প্রেম, গীতি, সুর ছেড়ে ঘরে যাই বলো কি করে
বেলা শেষে কেন এলে যখন ফিরিব আমি ঘরে
কোন গীতি গাবে তুমি কোন কথা বলিবার তরে।
(স।১৫।২০ রং-রা ১১.৩৫)
গীতি কবিতা।
১৭।৬।২৩