*** বাঁশির মায়া***
আমায় করেছো এমন বাশের বাঁশি
যেই বাঁশিতে স্বর হয় না তো সুর
আমার কণ্ঠে হয়তো দিয়েছো সুর
সে সুর আমার কবে হবে সুমধুর।
তোমার দৃষ্টি যদি পরে মোর সুরে
অসুর আমার হয়ে যাবে সুধাময়
তোমার চরণধূলা যদি পায় গীতি
অগীতি আমার শুভসঙ্গিত হয়
যেই সঙ্গিতে বেদনা সাগর সারথি হয় মরুর।
আমায় করেছো এমন বাশের বাশি
যেই বাঁশিতে স্বর হয় না তো সুর
আমার কণ্ঠে হয়তো দিয়েছো সুর
সে সুর আমার কবে হবে সুমধুর।
আমার বাক্য কবে হবে গীতিময়
ছন্দ আমার কবে হবে গতিময়
গীতিকা যে দিন তোমার করুণা পাবে
ছন্দ যে দিন তোমার চরন পাবে
সে দিন আমার সঙ্গিত হবে স্বর্গীয় ব্যথাতুর।
আমায় করেছো এমন বাশের বাঁশি
যেই বাঁশিতে স্বর হয় না তো সুর
আমার কণ্ঠে হয়তো দিয়েছো সুর
সে সুর আমার কবে হবে সুমধুর।
স।৩।৪ (গীতিকবিতা)
৩০।৪।২৩
৩০।৫।২৩। দুপ