৷ ***আশির্বাদের মায়া***
তোমার আশির্বাদে আমি আজ একা হতে চললাম।
তবুও তোমায় ভাবি শেষবার বললাম।
তোমার হৃদয়ে আর নেই অধিকার
আমার হৃদয়ে আজ তাই হাহাকার
ব্যথার বালুচরে প্রেমেরই সমাধিটা
হৃদয় সাগরে গড়ে তুললাম।
তোমার আশির্বাদে আমি আজ একা হতে চললাম।
তোমার ফাগুণে আজ ফুলেরই বাহার
আমার আষাঢ়ে শুধু ব্যথা সমাহার
জীবন তিমিরে বসে স্মৃতির সাগরে ভেসে
বিরহ মরুতে তাবু খুললাম।
তোমার আশির্বাদে আমি আজ একা হতে চললাম।
তবুও তোমায় ভাবি শেষবার বললাম।
স।১১।১০
শরীফ আহমাদ।