আমি হবো বৈশাখী ঝড়
তুমি যদি হয়ে যাও রঙ্গিলা নাওয়ের কোন রঙধনু পাল।
তোমায় কাঁপিয়ে দিব অষ্টপ্রহর
তোমার হৃদয় দ্বীপে এনে দিব ঝড়।
আমার বায়ুর শ্বাসে তোমায় ফুলিয়ে দিব ঠিক
আমার বায়ুর চাপে তোমায় দুলিয়ে দিব আমি
পথ ভূলে সেই তুমি ভুলে যাবে দিক।
আমি হবো বেসামাল বৈশাখী ঝড়
তুমি যদি হয়ে থাকো ভন্ড প্রেমীর কোন সুখের ঘরণি
আমার বজ্রপেশী হানা দেবে তোমার ঐ স্বার্থের সুখে
আমার বজ্রপেশী তোমার স্বার্থসুখ ঠিক দেবে রুখে।
আমার বজ্রপেশী ভন্ডের শাপমাখা বালাখানা থেকে
আমার বাউল পথে টেনে আনবেই
তোমার রাজণ্যবেশী ঐ আবরণ
মুক্তো-মানিক্যভরা ঐ আভরণ
নিমেষে খুলবে টেনে তখন আমায় শুধু প্রিয় জানবেই।
আমি হবো বেপরোয়া বৈশাখী ঝড়
যদি হও তুমি কোন সৌখিন গৃহস্থীর কুসুম কাননে
তিমির নিবিড় কোন শ্যামল শাখায়
ফুটে থাকা কমণীয় যুবতি গোলাপ।
তখন আমিও ঠিক দূরন্ত হবো
তোমার পাপড়িগুলো ছিনিয়ে নেবো।
তোমায় কাঁপিয়ে দেবে আমার ঝড়োয়া বেগ
প্রচন্ড আবেগে
তোমায় দুলিয়ে দেবে আমার বেগতি গতি
নিদারুণ বেগে।
৫৯।১০